বলিউডে ফের শুরু হলো তুমুল বিতর্কের ঝড়। পুরোনো এক টক শো ক্লিপ ঘিরে ফের আলোচনায় হৃতিক রোশন। জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিক মন্তব্য আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হৃতিকের রসবোধে মুগ্ধ হলেও, অন্যরা সমালোচনায় সরব।জানা যায়, ২০০৪ সালে শুরু হওয়া এই শোর দ্বিতীয় সিজনে হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে এসেছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে হৃতিক দুই শীর্ষ তারকার উচ্চতা নিয়ে মন্তব্য করেন, যা অনেকে ‘কটাক্ষ’ হিসেবে দেখছেন।করণ জোহর তার জনপ্রিয় ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, ‘আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?’ এই প্রশ্নের জবাবে হৃতিক বলেন, ‘দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।’এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া...