কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আফরিন। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পান। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। মানিয়ে নিতে না পেরে নোবিপ্রবি ছেড়ে চলে আসেন তিনি। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। নগরীর কালিয়াজুরির একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলেও তার আবাসিকতা ছিল। ব্যক্তিগত জীবনে সুমাইয়া অনেক শান্ত ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিল। প্রতিবেশীরা জানান, এই যুগে এমন নম্র ভদ্র মেয়ে পাওয়া দুষ্কর। সুমাইয়ার পরিবার যে বাসায়...