নানা সমস্যায় জর্জরিত হয়ে সংকটে থাকা পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর ধারাবাহিকতায় ব্যাংকগুলোতে শিগগিরই প্রশাসক বসানোর প্রজ্ঞাপন জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভার পর সাংবাদিকদের জানান, ব্যাংকগুলো একীভূত করতে দু্ই থেকে পাঁচ বছর সময় লেগে যাবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই প্রশাসকরা ব্যাংকগুলোর দায়িত্ব নেবে। ধীরে ধীরে পর্ষদ নিস্ক্রিয় হয়ে যাবে।আরো পড়ুন:ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রেস পিরিয়ডসহ ঋণ পুনঃতফসিলের সুযোগবাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রেস পিরিয়ডসহ ঋণ পুনঃতফসিলের সুযোগ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ বাংলাদেশ ব্যাংকের প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুযায়ী ব্যাংকগুলো একীভূতকরণের পুরো প্রক্রিয়া পরিচালনা করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...