বর্ষার দিন ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত শেরপুরের পাল পাড়ার প্রতিমা শিল্পীরা। তিন মাসেরও বেশি সময় ধরে পরম যত্নে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সময় ঘনিয়ে আসায় শিল্পীদের ব্যস্ততাও বেড়েছে। শেরপুরের পালপাড়া ঘুরে দেখা যায়, খড়, বাঁশ, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। সময় যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ। তবে বৃষ্টি থাকায় সবগুলো প্রতিমা এখনও শুকানো হয়নি। দীর্ঘ তিন দশক ধরে প্রতিমা তৈরির কাজ করছেন শেরপুর সদর উপজেলার বয়রা পরাণপুরের পালপাড়ার পলাশ চন্দ্র পাল। তিনি বলেন,...