নওগাঁর মান্দা উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক সহকারী প্রকৌশলী এস.এম মিজানুর রহমানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বদলি ও দায়িত্ব হস্তান্তরের পরও তিনি অবৈধভাবে সেচ কমিটির সভা ডেকে নতুন সেচযন্ত্রের লাইসেন্স অনুমোদন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিএমডিএ একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গত ২২ আগস্ট এস.এম মিজানুর রহমানকে নওগাঁর মান্দা থেকে বগুড়ার গাবতলীতে বদলি করা হয়। অফিস আদেশে তাকে ২৫ আগস্টের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী, তিনি ২৫ আগস্টই নওগাঁর নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ছাড়পত্র নেন এবং নিয়ামতপুর উপজেলার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অথচ, দায়িত্ব হস্তান্তর করার দুই দিন পর, ২৭ আগস্ট সকালে তিনি উপজেলা সেচ কমিটির একটি সভা ডাকেন। এই সভায়...