আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ রানের রোমাঞ্চকর জয়ে এখনও সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে টাইগাররা। ম্যাচশেষে দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ম্যাচ জেতাটা স্বস্তির ছিল, তবে শেষের ৪-৫ ওভারে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। আমার মনে হয়েছিল রান যথেষ্ট ছিল, কিন্তু তারপরও মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। নাসুম আর রিশাদ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ—ওরা সত্যিই নিজেদের দক্ষতা দেখিয়েছে। আজ তানজিদ তামিম খুব ভালো ব্যাট করেছে, ওপেনিং জুটিটা ছিল ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। ’ প্রথমে ব্যাট করে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিংয়ে ঝড় তুলে শুরু করেন তানজিদ তামিম ও সাইফ হাসান, পাওয়ারপ্লেতেই দলকে এনে দেন ৫৯ রান। তবে ভালো শুরুর পরও বাংলাদেশ বড় স্কোরে...