যেকোনো সম্ভাব্য আগ্রাসনের মুখে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করতে একটি সামরিক মহড়া পরিচালনা করেছে বেলারুশ এবং রাশিয়া। এ দুটি দেশ যৌথভাবে এই মহড়াটির পরিচালনা করে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত উত্তেজনার মাঝে এই মহড়ায় অংশ নেয় ভারত এবং ইরানসহ বেশ কয়েকটি দেশ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের বরাতে তাস সংবাদ সংস্থা জানিয়েছে, এই মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশও।এদিকে, রুশ বার্তা সংস্থা তাসের তথ্যমতে, রাশিয়ার নেতৃত্বে আয়োজিত সামরিক এই মহড়ায় অংশ নিয়েছিল ভারতীয় সেনারা। ফলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক নিয়ে বিরোধ চলমান থাকায়, এতে রাশিয়া ও ভারতের সম্পর্ক কিছুটা গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করায় ভারত কিছুটা বেকায়দায় পড়েছে। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দুই...