চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালিয়ে ঘুষের ৩০ হাজার টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান চালায়। দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজ-এর প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP (মূল্য ৬,৪২৮.১০ মার্কিন ডলার, HS Code: 3915.90.00) ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করেন। তারা নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন। এই হুমকির প্রেক্ষিতে ব্যবসায়ী আমির হোসেন বিষয়টি দুদককে অবহিত করেন। পরে দুদক ছদ্মবেশে...