লক্ষ্মীপুর: সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য নতুন স্কুল ড্রেস বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী এবং স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনও বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি), সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ১৫টি প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে খেলাধুলার প্রয়োজনীয়তা এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।নিউজজি/এসএম লক্ষ্মীপুর:...