আত্মঘাতী গোল হতেই পারে। হয়ও ভুরিভুরি। কিন্তু কোনো গোলরক্ষক আত্মঘাতি গোল করেন, এমন দৃশ্য খুবই কম দেখা যায়। তেমন একটি কাণ্ডই মঙ্গলবার রাতে করলেন স্প্যানিশ লা লিগার ক্লাব ভিয়ারিয়াল গোলরক্ষক লুইজ জুনিয়র। ম্যাচের একেবারে শুরুতেই, চতুর্থ মিনিটে লুকাস বার্গভালের ক্রস জুনিয়র ধরলেও তার হাত ফসকে সেটি ধীরে ধীরে নিজেদের জালে প্রবেশ করে। নাটকীয় ওই মুহূর্তেই জয়-পরাজয় লেখা হয়ে যায় ম্যাচটির। শেষ পর্যন্ত ঘরের মাঠে পাওয়া ওই আত্মঘাতি গোলেই টটেনহ্যাম হটস্পার ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। ম্যাচের শেষ দিকে, ১২ মিনিট বাকি থাকতে সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টেকে মাঠে নামান ভিয়ারিয়াল কোট। তার মাঠে নামার পরই দর্শকরা প্রবলভাবে বিদ্রূপাত্মক স্লোগান দিতে শুরু করেন। কারণ গত ৫ই আগস্ট লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে হাজিরা দিয়েছিলেন তিনি। পার্টে অবশ্য...