লন্ডনে বোরকা পরায় হেনস্থার শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। আগামী ১৩ অক্টোবর তাদের আদালতে হাজির করা হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) হিথ্রোর কাছাকাছি আশফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর রাতে বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দেন মা নাহিদা আক্তার ও ছেলে ইখতিয়ার। জানা গেছে, এক বাঙালি নারীকে বোরকা পরা অবস্থায় দেখে বাজে মন্তব্য করেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই বাংলাদেশিকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় বেজবল ব্যাট দিয়ে ছেলের মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদের সাহায্য করেন এবং ওই ব্যক্তিকে গাড়ি থামাতে বললে তিনি দ্রুত পালিয়ে যান। হামলার শিকার ব্যক্তির এক আত্মীয়...