১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই চিঠিতে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাজিম মাস্টারকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালের স্বাক্ষরিত দলীয় প্যাডের এক চিঠি ভাইরাল হয়। এ নিয়ে তখন থেকেই বিভিন্ন মহলে চলছে আলোচনা- সমালোচনা।ওই চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এবিষয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া নাজিম মাস্টার বলেন, কী কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে আমি তা জানিনা। হয়তোবা গোয়েন্দা সংস্থার লোকেরা কেন্দ্রে তার বিরুদ্ধে কোন...