ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। খুব অল্প বয়সে মা হওয়ায় ছেলে অভিমন্যু (ঝিনুক) সঙ্গে যেন একইভাবে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। ছেলে ও তার বয়সের ব্যবধান মাত্র ১৬ বছর। দীর্ঘ ১০ বছর পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমা। এ উপলক্ষে ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে খুব কাছ থেকে মিশেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “বড্ড ছোট বয়সে মা হয়েছি। ছেলের বন্ধুরা তো আমারও বন্ধু! দু-একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। ওদের সবার কাছে আমি দিদি।” শ্রাবন্তী আরও বলেন, ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে মিশলে নতুন প্রজন্মের ভাষা, সচেতনতা সহজেই বোঝা যায়। তিনি সতর্ক করেছেন নবীনদের, “প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয়,...