দুটি সংবাদমাধ্যম এবং একাধিক ইউটিউব চ্যানেলকে আদানি গ্রুপ সম্পর্কিত মোট ১৩৮টি ভিডিও ও ৮৩টি ইনস্টাগ্রাম পোস্ট সরানোর নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ নোটিশ পাঠানো হয়। খবর দ্য ওয়্যার। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর নর্থ ওয়েস্ট দিল্লি জেলা আদালত আদানি এন্টারপ্রাইজেসের দায়ের করা মানহানি মামলায় একতরফা আদেশ জারি করে। ওই আদেশ অনুযায়ী, সাংবাদিক ও অধিকারকর্মী পরঞ্জয় গুহ ঠাকুরতা, রবি নায়ার, অভির দাশগুপ্ত, আয়াসকান্ত দাস ও আয়ুষ জোশিকে তাদের লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট মুছে ফেলতে বলা হয়। একতরফা আদেশ তখনই দেওয়া হয়, যখন মামলার কিছু পক্ষকে শোনার সুযোগ দেওয়া হয় না। তবে মন্ত্রণালয়ের এই নোটিশ যাদের কাছে পাঠানো হয়েছে, তারা মামলার পক্ষভুক্ত নন। ‘দ্য ওয়্যার’-এর কাছেও একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে আদানি...