নিউইয়র্কের হৃদয় বলা হয় টাইমস স্কয়ারকে। সেই প্রাণকেন্দ্রের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে চতুর্থ নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো ২০২৫। শুধু নামের জৌলুস নয়, এই আয়োজনের ভেতর লুকিয়ে আছে—বৈশ্বিক বাজারে বাংলাদেশের অগ্রযাত্রার সোপান।গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০২২ সাল থেকে নিয়মিতভাবে এই আয়োজন করছে। এ আয়োজনের প্রতিপাদ্য—ক্রিয়েটিং ইকোনমিক অপরচুনিটিজ সেইপিং এ বেটার ফিউচার টুগাদের— ‘অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করি, গড়ি উন্নত ভবিষ্যৎ’। মূল স্লোগানেই ধরা পড়েছে নতুন প্রজন্মের ব্যবসা দৃষ্টিভঙ্গি।প্রতিবছরের মতো বাংলাদেশ এবারেও বিশেষভাবে আলোচনায় থাকবে। পোশাক শিল্প, তথ্যপ্রযুক্তি এবং পাট—এই তিন খাতকে আলাদা গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যেই লুকিয়ে আছে দেশের রপ্তানি সম্ভাবনার এক প্রতিচ্ছবি। যে দেশ একসময় শুধুই পোশাক শিল্পে সীমাবদ্ধ ছিল, সে...