প্রতারণার মাধ্যমে ১৭ নারীকে বিয়ে করার অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশসংক্রান্ত একটি ই-মেইল পেয়েছেন। এর আগে সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে গত...