বড় কোনো আসরে খেলতে গেলেই যেন বাংলাদেশকে মেলাতে হয় নানা সমীকরণ, তাকিয়ে থাকতে হয় অন্য দলের জয়–পরাজয়ের দিকে। এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশের সুপার ফোর নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর তানজিদ তামিমকে এমন প্রশ্নই করা হয়েছিল। ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলাতানজিদ তামিমকে জিজ্ঞেস করা হয়—বড় আসর মানেই কেন বাংলাদেশকে এমন সমীকরণের মুখোমুখি দাঁড়াতে হয়? উত্তরে তানজিদ বলেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, ওই ম্যাচ নিয়ে কিছু বলার নাই। কারণ, আমরা খুব বাজেভাবে হেরেছি। তবে মাঠে নামলেই আমরা ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করি।’ সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে মেলাতে হবে একটি কঠিন সমীকরণ। আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সহজেই...