বাঙালি সিনেমার দর্শকের জন্য আসছে নতুন চমক! একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পর ফের নতুন পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ বছরই মুক্তি পেয়েছে তার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’। বড়দিনে আসছে বহু প্রতীক্ষিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। কিন্তু এখানেই শেষ নয়, এরই মধ্যে ঘোষণা করলেন একদম ভিন্ন স্বাদের নতুন ছবি ‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’। নাম শুনেই মনে হচ্ছে, এবার পর্দায় দেখা যাবে সম্রাট বনাম সাহিত্যসম্রাটের এক দুর্দান্ত সংঘর্ষ।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি।...