১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন ও উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেন। পরে প্রধান শিক্ষকের কাছ থেকেও মৌখিক বক্তব্য শোনেন এবং তাকে প্রমাণপত্রসহ লিখিত জবাব দিতে বলেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি, শিক্ষার্থীদের পাঠদানে অবহেলা, বিদ্যালয়ের অর্থের হিসাব-নিকাশে গড়মিল, বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ, শিক্ষার্থীদের কাছ থেকে মসজিদ নির্মাণের নামে টাকা উত্তোলন ও আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ, বিদ্যালয়ের...