পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই রাজধানীর বাংলামটর, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা ও সায়েন্স ল্যাবরেটরি ও মতিঝিল এলাকায় ঝটিকা মিছিল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বিশেষ করে, বর্তমান সরকার মানবাধিকার বিষয়ে বেশি শ্রদ্ধাশীল থাকার সুযোগে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া ফাটলে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন উপ‑দল মাঠে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলীর শিশুমেলার সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি ঝটিকা মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানিয়েছেন, ঝটিকা মিছিল থেকে ছয়জনকে আটক করা হলেও পাঁচজন সরাসরি জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতা বিন ইয়ামিনের অনুসারী। ওসি ইমাউল হক বলেন,...