ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন। তবে সেই সাকিবের ব্যর্থতাতেই সর্বনাশ হলো তার দলের। দলের প্রয়োজনের মুহূর্তে তিনি দিলেন ১ ওভারে ১৭ রান। আর তাতেই এবারের সিপিএল যাত্রা শেষ হয় ফ্যালকনসের। তাদের ৯ উইকেটে হারিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সাকিব আজ আক্রমণে আসেন ইনিংসের ১১তম ওভারে, তখন ত্রিনবাগোর চাই ৫৪ বলে ৭০ রান। প্রথম দুই ওভারে যথাক্রমে ২ আর ৫ রান দিয়ে চাপেও ফেলেছিলেন প্রতিপক্ষকে। তবে সব চাপ এক ওভারেই সরিয়ে দেয় ত্রিনবাগোর ওপর থেকে। ১৫তম ওভারে আসা সাকিবকে দুটো ছক্কা আর একটি চার হাঁকান নিকলাস পুরান। সে ওভারের শুরুতে ৩৬ বলে ৪২ রান প্রয়োজন ছিল প্রতিপক্ষের। সাকিবের ওই ওভারের পর তা নেমে আসে ৩০ বলে ২৫ রানে। সে ধাক্কাটা আর...