বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছে তিন ম্যাচে দুটি জয় নিয়ে। তাতে এসেছে ৪টি পয়েন্ট। তবু লিটন দাসদের সুপার ফোরের টিকিট এখনও অনিশ্চিত! মাইনাস ০.২৭০ নেট রানরেট থাকায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। বর্তমানে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, তাদের সংগ্রহও চার পয়েন্ট, সঙ্গে রয়েছে +১.৫৪৬ এর শক্তিশালী নেট রান রেট। তৃতীয় স্থানে আফগানিস্তান—দুই পয়েন্ট নিয়ে তাদের রানরেট আরও ভালো, +২.১৫০। হিসাবটা এখন স্পষ্ট—শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কানরা দুই দলই সুপার ফোরে যাবে। কিন্তু আফগানিস্তান জিতলে হিসাব মেলাতে হবে রানরেট দিয়ে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগোতে হলে প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত ৭১ রানের ব্যবধানে জিততে হবে, আর যদি রান তাড়া করে, তাহলে অন্তত ৫৩ বল হাতে রেখে জয় পেতে হবে রশিদদের। অন্যথায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানই জায়গা করে নেবে...