গাজীপুরের কাপাসিয়ায় এবার সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ৭১টি মণ্ডপে ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে- যা এ অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমা তৈরির ব্যস্ততা। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, আগের যেকোনো সময়ের তুলনায় এবার বেশি মণ্ডপে পূজা হবে। প্রতিটি মণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সিসি ক্যামেরা স্থাপন ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল জানান, এবছর কাপাসিয়া উপজেলায় ৭১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রশাসনিক দিক দিয়ে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, আমাদের এলাকায় এবার ৭১টি পূজামণ্ডপ রয়েছে। সবগুলো আমরা ভিজিট করেছি।...