গত দুই ম্যাচের গোল করতে পারেনি লিওনেল মেসি। সেই দুই ম্যাচেও জেতেনি ইন্টার মিয়ামি। তবে বুধবার গোলের দেখা পেলেন কিং লিও। একটি নয় দুটি গোল করেন তিনি। এছাড়া পাশাপাশি গোলে সহায়তাও করেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তির গোলে ফেরার ম্যাচে জয় পেয়েছে মিয়ামিও। সাউন্ডার্সকে দলটি হারিয়েছে ৩–১ গোলে। এই জয়ে সাউন্ডার্সের বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো মিয়ামির। গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে এই সাউন্ডার্সের কাছেই ৩–০ গোলে হেরেছিল হাভিয়ের মাচেরানোর দল।ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বুধবার সকালে শুরু থেকেই জ্বলে ওঠেন মেসি। তাই ১২ মিনিটে গোল বানিয়ে দেন স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এটি মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ৬৯...