ব্যাট হাতে ছয়ে ঝড় তুললেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও কিপটে বোলিং করেছেন বাংলাদেশের পোস্টারবয়। দলের বাকিদের মলিন পারফরম্যান্সে শেষপর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় সাকিবদের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বুধবার ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৬৬ রানের পুঁজি পায় অ্যান্টিগা। তাড়ায় নেমে কেবল এক উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো। ৯ উইকেট ও ১৫ বল হাতে রেখে পাওয়া জয় ফাইনালে খেলার দৌড়ে টিকিয়ে রেখেছে ত্রিনবাগোকে। সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে অপরাজিত ছিলেন শেষপর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। অন্যপাশ থেকে সাকিবের সঙ্গীরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। সাকিব শুরুতেই চড়াও হন সুনীল নারিনের...