নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের নবনির্বাচিত ভিপি (সহসভাপতি) দায়িত্ব নিয়েই শিক্ষার্থীদের আবাসন সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিয়েছেন। মাত্র একদিনেই তিনি প্রথম বর্ষের ১০০ জন শিক্ষার্থীর জন্য নতুন খাট সরবরাহের ব্যবস্থা করেছেন। পাশাপাশি দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও ২০০টি খাট আনার প্রক্রিয়া চলছে। সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদনে হলের বাসযোগ্য পরিবেশ এবং আবাসন সংকটের চিত্র তুলে ধরা হয়। ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন,"গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করলে তা আমাদের লাশ পেরিয়ে আসতে হবে।" তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী আলমারি ও টেবিলের অভাবে কাপড়চোপড় ও বইপত্র ঠিকমতো রাখতে পারছে না। পড়ার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রতিটি শিক্ষার্থীর কক্ষে আলাদা টেবিল ও আলমারি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হলের পুরনো কাঠের খাটগুলোতে ছারপোকার উপদ্রব সম্পর্কে বলেন,“এই খাটগুলো ছারপোকার আঁতুরঘর।”...