ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা গ্রহণ করে মোদি ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ওয়াশিংটনের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। খবর এনডিটিভির। এক্সে দেওয়া বার্তায় মোদি লিখেছেন, “আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।” এর জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ ফোনালাপ হয়েছে। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ, নরেন্দ্র।” মোদির এই প্রতিক্রিয়া এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে দিল্লির রাশিয়ান তেল ক্রয়ের ওপর ২৫...