৩ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই সফরে রাজকীয় আড়ম্বর, বাণিজ্য আলোচনা এবং আন্তর্জাতিক রাজনীতি সবকিছুই থাকবে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র থেকে এয়ার ফোর্স ওয়ানে যাত্রা শুরুর আগে ট্রাম্প সফরটিকে সম্মানের বিষয় হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “যুক্তরাজ্যের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।”আরো পড়ুন:নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্পবিদেশে অবস্থানরত হামাস নেতাদের ওপর আরো হামলার ইঙ্গিত নেতানিয়াহুর নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প বিদেশে অবস্থানরত হামাস নেতাদের ওপর আরো হামলার ইঙ্গিত নেতানিয়াহুর তিনি আরো বলেন, “তারা দেখতে চায় বাণিজ্য চুক্তিটা আরো একটু পরিমার্জন করা যায় কিনা। আমি এতে সহায়তা করতে প্রস্তুত।” সফরের শুরুতেই কয়েক বিলিয়ন ডলারের মার্কিন প্রযুক্তি বিনিয়োগ চুক্তি ঘোষণা করা হয়।...