পুরো ম্যাচে একের পর এক গোল হলো, দুই দল মিলে করলো ৮ গোল। কিন্তু তুরিনে এতগুলো গোলের রোমাঞ্চকর থ্রিলার ম্যাচেও ফল হলো না। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ড্র করেছে ৪-৪ গোলের ব্যবদানে। এই ম্যাচে মূলত দুর্ভাগ্য বরুশিয়ার। ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল দলটি; কিন্তু ইনজুরি সময়ে গিয়ে দুটি গোল হজম করে জয় ছাড়াই, ৪-৪ গোলে মাঠ ছাড়তে হলো তাদের। ৯০+৪ মিনিটেও ৪-২ গোলে এগিয়ে ছিল তারা। ৯০+৪ ও ৯০+৬ মিনিটে শেষ দুটি গোল হলো। ইনজুরি সময়ে জুভেন্টাসের ত্রাতা হয়ে আসেন দুসান ভ্লাহোভিচ এবং লয়েড কেলি। দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করে জুভদের পরাজয় ঠেকানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন ২৫ বছর বয়সী ভ্লাহোভিচ। অথচ সার্বিয়ান এই ফরোয়ার্ডকে এবার বিক্রির চেষ্টা করেছিল জুভেন্টাস। মঙ্গলবার...