ভারতের রাজধানী নয়াদিল্লির বিষাক্ত বাতাসের কারণে সেখানকার মুঘল আমলের ঐতিহাসিক দূর্গ লালকেল্লা কালো হয়ে যাচ্ছে। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়েছে, মারাত্মক বায়ুদূষণের কারণে লালকেল্লার দেয়ালে ‘কালো আস্তরণ’ তৈরি হয়েছে। এমনকি লালকেল্লার লাল বেলেপাথরের দেয়ালে যে কালো আস্তরণ জমছে, সে বিষয়ে সময়মতো ব্যবস্থা না নিলে ঐতিহাসিক এই স্থাপনার সূক্ষ্ম খোদাই ও নকশাও নষ্ট হয়ে যেতে পারে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণের কারণে লালকেল্লার দেয়ালে কালো আস্তরণ জমতে শুরু করেছে। শহরের অন্যতম ঐতিহাসিক মুঘল আমলের এই স্থাপনায় দূষণের প্রভাব নিয়ে করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকরা জানান, লালকেল্লার লাল বেলেপাথরের দেয়ালে বাতাসের দূষক কণার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া এই আস্তরণ ০.০৫...