নামে কুয়াকাটায় নারিকেল বাগান, ঝাউবন, ইকোপার্ক, লেম্বুরবন, গঙ্গামতি, চর-গঙ্গামতি বনাঞ্চল থাকলেও বাস্তবে তা এখন প্রায় বিলীনের পথে। একদিকে সমুদ্রের তাণ্ডবে বিলীন, অন্যদিকে বনের গাছ কেটে উজাড় করার কারণে ঝুঁকিতে রয়েছে উপকূলের কয়েক লাখ মানুষ। স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালীদের তাণ্ডব আর বনের গাছ কেটে উজাড় করার বিষয়ে প্রশাসনের নীরবতায় বড় বড় গাছ এখন অতীত। তবে লোকবল সংকট ও জীবনের নিরাপত্তায় এগুলো আটকানো যাচ্ছে না বলে জানিয়েছে বন বিভাগ। সম্প্রতি কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন, গঙ্গামতি, চর গঙ্গামতী এলাকা ঘুরে দেখা যায়, বনের ভেতর পড়ে রয়েছে গাছের ডালপালা। মূল গাছের অংশ কেটে নিয়ে যাওয়া হয়েছে। তবে এগুলো কে বা কারা কেটেছে সে খবর নেই প্রশাসনের কাছে। চর-গঙ্গামতি এলাকার বনাঞ্চলে গিয়ে দেখা যায়, এক স্থান থেকেই কেটে নেওয়া হয়েছে কয়েকশো ঝাউ গাছ, যার গোড়ার অংশ...