রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। রাশিয়ার নেতৃত্বাধীন পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। তাস জানিয়েছে, মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করতে এই সামরিক মহড়ায় যোগ দিয়েছে দিল্লি। আরও যোগ দিয়েছে ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও মালি। গত ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে এতে। মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে।...