ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই মৌসুমে শেষ ম্যাচটা খেলে ফেললেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বাংলাদেশি অল-রাউন্ডার তাণ্ডব চালালেও ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরে তার দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সিপিএলের এলিমিনেটরে নাইটদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে অ্যান্টিগা। ওপেনার আমির জঙ্গুই করেন ৪৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৫ রান। তিনে নেমে আন্দ্রিস গুস ৪৫ বলে ৬১ রান করেন। এরপরই দেখা যায় সাকিবের তাণ্ডব। মাত্র ৯ বলে খেলেন ২৬ রানের ইনিংস। হাঁকান ৪টি চার এবং ১টি ছক্কা। এই তিনজন ছাড়া অ্যান্টিগার আর কেউ দুই অংকেই যেতে পারেননি। রান তাড়ায় নেমে অ্যালেক্স হেলস আর ত্রিনবাগো অধিনায়ক নিকোলাস পুরান জ্বলে ওঠেন। কলিন মুনর...