এশিয়া কাপে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচ ঘিরে বড় ধরণের নাটকীয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র আপত্তির মুখে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিতব্য এই ম্যাচে পাইক্রফটের পরিবর্তে দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের আরেক অভিজ্ঞ রেফারি রিচি রিচার্ডসন। এই সিদ্ধান্তকে অনেকেই ‘সমঝোতামূলক’ সমাধান হিসেবে দেখছেন, যা পিসিবিকে সম্মান রক্ষা করার সুযোগ দিয়েছে এবং একই সঙ্গে দলটির টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনাও আর নেই। পিসিবির শীর্ষ সূত্র পিটিআইকে জানায়, ‘পাকিস্তান দল এশিয়া কাপে খেলবে, তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাইক্রফট দায়িত্বে থাকছেন না।’ বিতর্কের সূত্রপাত ঘটে ভারত-পাকিস্তান ম্যাচে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। ভারতের এই সিদ্ধান্ত আসে জম্মু-কাশ্মীরের...