বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) জানিয়েছে, কেউ নদীর স্রোতে ভেসে, আবার কেউ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আসান নদীতে ভেসে যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিধসে দোকান-হোটেল ভেঙে গেছে, সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আটকা পড়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও...