ঢাকা: গাজা সিটিতে নতুন করে ব্যাপক স্থল ও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ তীব্র হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সিটি দখলে নিতে স্থল অভিযান জোরদার করেছে। শহরের প্রধান আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করছে আইডিএফ সদস্যরা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে নানা সামরিক কৌশল ব্যবহার করছে তারা।ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সতর্ক করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের কারণে মৃতের সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। গাজা সিটিতে আগে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করলেও ইসরায়েল এই হামলা শুরুর আগে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবুও এখনো সেখানে প্রায় ৬ লাখ মানুষ রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।এদিকে, পশ্চিম তীরের নাবলুস অঞ্চলেও ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করেছে আইডিএফ।ইসরায়েলি সেনাবাহিনী...