১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম যুক্তরাজ্য এবার অনিয়মিত বা অবৈধ অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর জন্য ভিসা নীতি সীমিত বা স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে। ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সম্প্রতি লন্ডনে ‘ফাইভ আইস’ গোয়েন্দা তথ্য বিনিময় সংস্থার বৈঠকে এই ঘোষণা দেন। এই পদক্ষেপ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে। সম্প্রতি ব্রিটেনের ছোট নৌকায় ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অনিয়মিত অভিবাসীদের সংখ্যা বেড়ে গেছে। সরকারের ওপর বিরোধী দল ও জনসাধারণের চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ৫ দেশের (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্য) সম্মিলিত প্ল্যাটফর্ম ‘ফাইভ আইস’ বৈঠকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এই কঠোর হুঁশিয়ারি দেন। শাবানা মাহমুদ বলেন, “যেসব দেশের নাগরিক বৈধ নথিপত্র ছাড়া আমাদের দেশে অবস্থান করছে...