ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক এক বাংলাদেশি নারী প্রায়দুই বছরের সাজাভোগ শেষে স্বদেশে ফিরেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫)বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাসপুর সীমান্তদিয়ে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছেআনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসা ওই নারীর নাম রেশমা খাতুন (২৪)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতল বাতে গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে। ভারতের বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রেশমা খাতুন ২০১৮সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। এরপর পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং এক বছর ১১ মাস বাইকেল্লা কারাগারে সাজা ভোগ করতে হয়। কারাভোগ শেষে মানবাধিকারভিত্তিক সংস্থার উদ্যোগে তার...