১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)। এ সংস্থার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবন-জীবিকা উন্নয়নের মাধ্যমে তারা বদলে দিচ্ছে জীবনধারা। খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের পর থেকেই সংস্থাটি তালতলী উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে। সিডর পরবর্তী দুর্যোগ গুলোতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার, ভূমি অধিকার বিষয়ে প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও আইনি সহায়তাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে তারা। এরই ধারাবাহিকতায় সুন্দরবন কোয়ালিশনের সহযোগিতায় গত তিন বছরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সংস্থাটি ঘূর্ণিঝড় রিমেল-পরবর্তী ৭৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ...