লন্ডনের কেন্দ্রস্থলে সাতটি ফুটবল মাঠের সমান জায়গাজুড়ে বিস্তৃত এক প্রাসাদের নাম উইনফিল্ড হাউজ। যা যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন হিসেবে পরিচিত। তবে এটি শুধু কূটনৈতিক বাসভবনই নয়, বরাবরই এটি ছিল এক পার্টি হাউজ—বিশেষ করে ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে। চলতি বছর এই দিনটি উদযাপন করতে প্রাসাদের লনে হাজির হয়েছিলেন হাজারো অতিথি, যেখানে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করেন নাইল রজার্স ও চিক। উইনফিল্ড হাউজ এমন এক জায়গা, যেখানে ফ্যাশন দুনিয়ার তারকা, ক্রীড়াবিদ থেকে শুরু করে বিশ্বযুদ্ধকালীন নেতারাও অতিথি হয়েছেন। বাড়িটির অফিসিয়াল ওয়েবসাইট বলছে, ১৮২৫ সালে যখন এই জায়গায় মূল স্থাপনাটি নির্মিত হয়, তখনও এর মূল উদ্দেশ্য ছিল বিনোদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রীয় সফরের প্রথম রাত কাটিয়েছেন এই ৩৫ কক্ষের প্রাসাদে। এর আগে ২০১৯ সালের ট্রাম্প এইউইনফিল্ড হাউজেই ছিলেন।...