সনাতন হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোলের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দর এলাকায় আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে বন্দর এলাকার আটকা পড়েছে দুই দেশের পণ্যবোঝাই ট্রাক। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল থাকায বন্দর গোডাউনে লোড আনলোড রয়েছে স্বাভাবিক। বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে...