চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ১০ জন নিয়েই লড়াই করে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। মাত্র তিন মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন নতুন যোগ দেওয়া ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার পরিবর্তে নেমে ১৮ মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দানি কারভাহালকে, যিনি মার্শেই গোলকিপার জেরোনিমো রুলির সঙ্গে ধাক্কাধাক্কিতে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে বহিষ্কৃত হন। তবুও শেষ হাসি হাসে লস ব্লাঙ্কোসরা। ২২ মিনিটে মার্শেইকে এগিয়ে নেন টিমোথি ভেয়া। আরদা গুলেরের পা থেকে বল কাড়েন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড মেসন গ্রিনউড এবং তার অ্যাসিস্ট থেকেই দুর্দান্ত শটে কোর্তোয়ার জাল ভাঙেন ভেয়া। তবে মাত্র ছয় মিনিট পরই জিওফ্রের ফাউলে পেনাল্টি পেয়ে গোল করেন এমবাপ্পে। পরে...