ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘গাজা জ্বলছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। এ সময় আসবাবপত্রভর্তি ভ্যান, গাধার গাড়ি আর হাতে অল্প কিছু জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে মানুষ দক্ষিণ দিকে ছুটছেন। ধ্বংসস্তূপে পরিণত শহরের ওপরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। মঙ্গলবার একদিনেই শহরে অন্তত ৯১ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, পালানোর চেষ্টা করা একটি গাড়ি উপকূলীয় রাস্তায় ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংস হয়। একই দিনে অন্তত ১৭টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে তুফাহ এলাকার ঐতিহাসিক আয়বাকি মসজিদও ধ্বংস হয়েছে। অভিযানে ইসরায়েলি সেনারা বিস্ফোরক বহনকারী রোবট ব্যবহার করেছে। ইউরোমেড মনিটরের তথ্য অনুযায়ী, এ ধরনের অন্তত ১৫টি রোবট মোতায়েন করা হয়েছে, যেগুলো একেকবারে প্রায় ২০টি বাড়ি ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে ব্যাপক ট্যাঙ্ক ও...