ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএলে) এলিমিনেটরে আজে বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। টুর্নামেন্টে টিকে থাকার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বাংলাদেশি তারকা। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পরে অবশ্য বল হাতে ৩ ওভারে ২৪ রান দিলেও কোনো উইকেট পাননি। বল হাতে তেমন সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে জ্বলে ওঠার দিনের শেষটা সুখকর হয়নি সাকিবের। ত্রিনবাগোর বিপক্ষে ৯ উইকেটে হেরে টুর্নামেন্টের এলিমিনেটর থেকে বিদায় নিয়েছে সাকিবের দল অ্যান্টিগা। আগে ব্যাটিং করা অ্যান্টিগা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তুলেছিল। রান তাড়ায় অ্যালেক্স হেলস (৪০ বলে ৫৪*) ও নিকোলাস পুরানের (৫৩ বলে ৯০*) ব্যাটে ভর করে ইনিংসের ১৫ বল...