ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকে তুঙ্গে হ্যান্ডশেক-বিতর্ক। টসের সময় এবং ম্যাচের পর দুদলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক চলছে। অনেক সাবেক ক্রিকেটারও মতামত দিয়েছেন। সৌরভ গাঙ্গুলী বিতর্ক থেকে দূরে থাকতে চাইলেন। নিজের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন করার সময় সৌরভ বলেন, ‘আপনার উচিত সূর্যকুমার যাদবকে জিজ্ঞেস করা। সে উত্তরও দিয়েছে। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে।’ সৌরভ জানিয়েছেন, খেলা নয়, বন্ধ হওয়া উচিত সন্ত্রাস। তার কথায়, ‘সন্ত্রাস সবার আগে বন্ধ হওয়া উচিত। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা বিশ্বেই সন্ত্রাস বন্ধ করা দরকার। খেলাধুলা বন্ধ করা যায় না।’ রোববারের ম্যাচ দেখে হতাশ সৌরভ। বিরক্ত হয়ে একসময় তিনি আর খেলাই দেখেননি। সৌরভের কথায়, ‘যা দেখেছি তাতে আমি অবাক নই। আমি ১৫ ওভারের পর খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেড ও...