নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাঁচটি আর্থিকভাবে দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ব্যাংকে শিগগিরই প্রশাসক টিম নিয়োগ দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার ও খেলাপি ঋণ আদায় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হবে। এই নতুন ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক শিগগিরই লাইসেন্স ইস্যু করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান...