ডাকাতি করতে এসে দোকানের মালিকের হাতে কামড় বসিয়ে দেয় এক ডাকাত। তুরস্কের একটি দোকানে এমন অদ্ভুত ঘটনা ঘটে। হাতে কামড় খাওয়ার পর দোকানের মালিক বৃদ্ধ ব্যক্তি শুরুতে তা আমলে নেয়নি। বিষয়টি তিনি এক প্রকার ভুলেই ছিলেন। পরে দেখা দেয় বিপত্তি।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস পর বৃদ্ধের কামড়ের স্থানটি ভয়াবহ আকার ধারণ করে। হাত ফুলে ঢোল হয়ে যায়। ফলে তিনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। জানতে পারেন, কামড়ের ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ায় তার হাতে পচন ধরেছে। এ অবস্থায় তারা হাতটি কেটে ফেলারও নির্দেশ দেন চিকিৎসকরা।যদিও ঘটনাটি এক বছর আগের। তবুও বিষয়টি সম্প্রতি সংবাদমাধ্যমের দৃষ্টি কাড়ে। চিকিৎসাবিজ্ঞানের একটি পত্রিকায় ঘটনাটি প্রকাশিত হওয়ার পর তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালিখি হয়। বলা হয়, চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে।...