ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এলিমিনেটরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে আন্দ্রিস গাউস ও আমির জাঙ্গোর ফিফটির পাশাপাশি সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় তারা। জবাবে নিকোলাস পুরান ঝড়ে উড়ে গেছে অ্যান্টিগা। ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।আগে ব্যাটিংয়ে নেমে দ্রুতই ওপেনার রাকিম কর্নওয়ালের (৬) উইকেট হারায় অ্যান্টিগা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান এনে দেন আমির জাঙ্গো ও আন্দ্রিস গাউস। ধীরগতির ব্যাটিংয়ে ৪৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রান করেন জাঙ্গো। গাউস ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে আ্যন্টিগার ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে ৯ বলে ৪টি...