ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনাইদুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সারোয়ার হোসেন সাকিব দায়িত্ব পেয়েছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ শাহজাহান আলীর অফিস কক্ষে এক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ সময় পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম (শফিক), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা এবং বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, সায়েন্স ক্লাবের নেতৃত্ব পাওয়া আমার জন্য গর্ব ও দায়িত্বের...