ঘটনার পরপরই রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আলামত সংগ্রহ করেছেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, হামলার প্রতিবাদে আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম...